ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

উপচে পড়া ভিড় বাস কাউন্টারে, মানছেই না স্বাস্থ্যবিধি


লকডাউনের ঘোষণা আসার পরই রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। টিকিট কাউন্টারগুলো যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে এক সপ্তাহের লকডাউন ঘোষণা আসার পর থেকে নগরীর প্রতিটি বাস কাউন্টারে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। কোনও কোনও কাউন্টারে দেখা গেছে উপচে-পড়া ভিড়। গাবতলি কাউন্টারে মানুষের ভিড় সামাল দিতে পারছেন না কাউন্টার সংশ্লিষ্টরা।

পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা কয়েকজনের সাথে কথা বলে জানান যায়, গাবতলির প্রতিটি কাউন্টারে প্রচণ্ড ভিড়। মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। ইতোমধ্যে বাসের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তারা।

জানা গেছে, লকডাউনের ঘোষণা আসার পরপরই মানুষ টিকিটের জন্য ফোন করতে শুরু করে। কিছুক্ষণ পরেই কাউন্টারে এসে ভিড় করতে থাকে।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একজন নেতা বলেন, লকডাউনের কথা শুনে অনেকেই বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। যে কারণে অন্য সময়ের চেয়ে কাউন্টারে ভিড় ভাড়ার খবর শুনতে পাচ্ছি।

ads

Our Facebook Page